শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০৫:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম:
পাইকারচরে বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প, চিকিৎসা পেলেন অসহায় রোগী মাধবদীর কবিরাজপুর গ্রামের জলাবদ্ধতা নিরসনের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন মাধবদীতে বৃষ্টি উপেক্ষা করে বিএনপির বিজয় মিছিল ও সমাবেশ প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুল অন্তর্ভুক্তির দাবিতে মাধবদীতে মানববন্ধন জাতীয়তাবাদী সাইবার দলের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হত্যা মামলায় নরসিংদী সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার রাতের আঁধারে মসজিদের সৌন্দর্য নষ্ট, ফুলের চারা কেটে ফেলল দুর্বৃত্তরা প্রাথমিক বৃত্তি পরীক্ষা: নতুন নিয়মে পুরনো শিক্ষার্থীরাই পাচ্ছে সুযোগ ছাত্র হত্যার পরিকল্পনা ফাঁস, মাধবদীর সাবেক পৌর মেয়র মানিক ও ছাত্রলীগ নেতা আটক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাকির হোসেন ভূইয়া ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ

আওয়ামী লীগের মিছিল কন্ট্রোল করতে না পারলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

Md. Emon Hossain / ১৩৯ পাঠক
প্রকাশকাল শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০৫:৩৯ পূর্বাহ্ন

 

সামনে আওয়ামী লীগের কার্যক্রম ও ঝটিকা মিছিল রোধ করতে না পারলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১৯ এপ্রিল) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আওতাধীন বিমানবন্দর থানা পরিদর্শন শেষে এ হুঁশিয়ারি দেন তিনি

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সামনে আওয়ামী লীগের ঝটিকা মিছিল কন্ট্রোল না করতে পারলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সেইসঙ্গে পুলিশের মধ্যে কারও যদি ইন-অ্যাকটিভ থাকার প্রমাণ মেলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।’
 
পুলিশ সদস্যদের বদলি হওয়ার পরও অনেকেই নতুন কর্মস্থলে যোগ না দিয়ে আগের জায়গাতেই থেকে যাচ্ছেন এমন অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবে সরকার।’
 
এছাড়া দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি যাতে আরও উন্নত হয় সে লক্ষ্যে কাজ করা হচ্ছে বলেও জানান জাহাঙ্গীর আলম।
পূর্ব ঘোষণা অনুযায়ী ঢাকার চার থানার পরিদর্শনের কথা ছিল স্বরাষ্ট্র উপদেষ্টার। সেই ধারাবাহিকতায় শনিবার বেলা ১১টার দিকে প্রথমে বিমানবন্দর থানা পরিদর্শন যান তিনি। পরে একে একে আরও তিনটি থানা পরিদর্শন করেন।
 
এ সময় থানার বিভিন্ন কক্ষ এবং ক্যান্টিন ঘুরে ঘুরে দেখেন উপদেষ্টা। দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের কাছ থেকে খোঁজ খবর নেন ক্যান্টিনের খাবারের মান নিয়ে। একপর্যায়ে থানার বাইরে ভুক্তভোগীদের সঙ্গেও কথা বলেন তিনি। জানতে চান তাদের অভিযোগ সম্পর্কে।