বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৭:০০ অপরাহ্ন

শিরোনাম:
মাধবদীর কবিরাজপুর গ্রামের জলাবদ্ধতা নিরসনের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন মাধবদীতে বৃষ্টি উপেক্ষা করে বিএনপির বিজয় মিছিল ও সমাবেশ প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুল অন্তর্ভুক্তির দাবিতে মাধবদীতে মানববন্ধন জাতীয়তাবাদী সাইবার দলের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হত্যা মামলায় নরসিংদী সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার রাতের আঁধারে মসজিদের সৌন্দর্য নষ্ট, ফুলের চারা কেটে ফেলল দুর্বৃত্তরা প্রাথমিক বৃত্তি পরীক্ষা: নতুন নিয়মে পুরনো শিক্ষার্থীরাই পাচ্ছে সুযোগ ছাত্র হত্যার পরিকল্পনা ফাঁস, মাধবদীর সাবেক পৌর মেয়র মানিক ও ছাত্রলীগ নেতা আটক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাকির হোসেন ভূইয়া ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ রুদ্ধশ্বাস টাইব্রেকারে আমজাদ হোসেন ফাউন্ডেশন চ্যাম্পিয়ন

মাধবদীতে আদালতের রায় বাস্তবায়ন করতে এসে হামলার শিকার..

দুর্জয় টোয়েন্টিফোর ডটকম ডেস্ক- / ৩২৬ পাঠক
প্রকাশকাল বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৭:০০ অপরাহ্ন

মাধবদীতে জমি সংক্রান্ত মামলায় আদালতের রায় বাস্তবায়ন করতে এসে আইন-প্রশাসনের লোকজন মামলার বিবাদী পক্ষ কর্তৃক হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (২৫ জুন) দুপুরে নরসিংদী সদর উপজেলাধীন মাধবদী বাসস্ট্যান্ড সংলগ্ন সোনার বাংলা মার্কেটে এ ঘটনা ঘটে।

হেরিটেজ রিসোর্টের মালিক, মাধবদীর নওপাড়ার বাসিন্দা মেনহাজুর রহমান রাজু ভুইয়ার দায়ের করা জমি সংক্রান্ত মামলায় আদালতের আদেশ মোতাবেক জমি দখলের জন্য আসলে জেলা ও দায়রা জজ আদালতের নাজির, মামলার আইনজীবী,রাজু ভুইয়ার প্রতিনিধি এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের উপর বিবাদী পক্ষ আব্দুল হাকিম গং এ হামলা চালায় বলে জানা যায়।

এ ঘটনায় পুরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি সহ আতঙ্ক বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মেনহাজুর রহমান রাজু ভুইয়া ও আব্দুল হাকিম গং এর মধ্যকার জমি সংক্রান্ত মামলাটি দীর্ঘদিন পূর্বে মামলার বাদী মেনহাজুর রহমান রাজু ভুইয়ার পক্ষে আদালত রায় ঘোষণা করে। এরপর বিবাদীদের একাধিকবার জমি ছেড়ে দেওয়ার নোটিশ দিলেও তারা কোন পাত্তা না দিয়ে জমি জবরদখল করে রাখে। বাধ্য হয়ে বাদী পক্ষ উচ্ছেদ মামলা করতে বাধ্য হয়। এরই পরিপ্রেক্ষিতে জেলা ও দায়রা জজ আদালত, নরসিংদী কর্তৃক মামলাটি নিষ্পত্তি হওয়ার পর ৬৬৯/২১ নং মোকদ্দমার আলোকে মামলার বাদী পক্ষকে আদালতের নির্দেশ অনুযায়ী জমির দখল বুঝেিয়ে দিতে ঘটনার দিন দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের নাজির, পুলিশ, জেলা প্রশাসনের প্রতিনিধি, এবং বাদী পক্ষের আইনজীবী ঘটনাস্থলে উপস্থিত হয়; কিন্তু জমি দখল কার্যক্রম শুরুর আগেই বিবাদী পক্ষের লোকজন সংঘবদ্ধভাবে বাধা প্রদান করে এবং তাদের ওপর হামলা চালায়।

হামলায় একজন আইনজীবীসহ প্রশাসনের লোকজন গুরুতরভাবে আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

মামলার বাদী মেনহাজুর রহমান রাজু ভুইয়া দাবি করেন, “আদালতের রায় বাস্তবায়ন করতে গিয়ে এভাবে হামলার শিকার হওয়াটা ন্যায়বিচারের ওপর সরাসরি আঘাত।” তাই হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি ।

এদিকে জেলা ও দায়রা জজ আদালতের নাজির ও বাদীর আইনজীবী জানান, “আমরা আদালতের আদেশ বাস্তবায়নে গিয়ে হামলার শিকার হয়েছি। ঘটনার পরপরই হামলার বিষয়টি জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট আদালতকে অবহিত করা হয়েছে। পুরো ঘটনার একটি ভিডিওচিত্র স্থানীয়দের মোবাইলে ধারণ করা হয়েছে, যা তদন্তের জন্য গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ব্যবহার করা হতে পারে।”

তবে বিবাদী পক্ষের দাবি দীর্ঘ একশত বছরের অধিক সময় ধরে বংশ পরম্পরায় এ জমিতে দোকানঘর নির্মাণ করে তারা ব্যাবসা পরিচালনা করে আসছে। এ নিয়ে ইতোপূর্বে তারা আদালত থেকে দুইবার নিজেদের পক্ষে রায় পেয়েছে। তবে সর্বশেষ রায় সম্পর্কে তাদের কিছুই জানানো হয়নি। ঘটনার দিন হঠাৎ করে কোন ধরনের নোটিশ ছাড়া আইনজীবী, ম্যাজিস্ট্রেট, পুলিশ ও দুই শতাধিক উঠতি বয়সের যুবকদের দিয়ে রাজু ভুঁইয়ার নির্দেশে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানোর পাশাপাশি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। তাই বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন তারা।

তবে বিষয়টি সম্পর্কে অবগত নন বলে জানিয়েছেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম। তিনি বলেন, আদালতের নির্দেশে জেলা পুলিশের পক্ষ থেকে রায় বাস্তবায়নের কাজে তারা এসেছিলো বলে জানতে পেরেছি। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।