শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৬:১৫ পূর্বাহ্ন
মনিরুজ্জামান, নরসিংদীঃ
সুশাসনের জন্য নাগরিক (সুজন) নরসিংদী জেলা কমিটি পুনর্গঠন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(৩০ অক্টোবর) সকাল এগারোটা থেকে নরসিংদীর রাধুনী হোটেল এন্ড রেস্টুরেন্ট অডিটরিয়ামে সুজন নরসিংদী জেলা কমিটির উদ্যোগে দিনব্যাপী এ পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।
সুজন সকল কর্মকাণ্ডকে অরাজনৈতিক, জনকল্যাণমুখী এবং জনগণের জন্য সহায়ক পরিবেশ সৃষ্টির পাশাপাশি অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনার লক্ষ্যে কাজ করে থাকে।
সুজন নরসিংদী জেলা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবু হলধর দাস’র সঞ্চালনায় সদস্যদের পরিচিতি পর্ব ও আলোচনা সভা শেষে পূর্ববর্তী কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুজন কেন্দ্রীয় কমিটির সহযোগী সমন্বয়কারী জিল্লুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সিনিয়র প্রোগ্রাম অফিসার মাকসুদা খানম।
এসময় অন্যান্যের মাঝে এম মোজাম্মেল হক, মকবুল হোসেন, রায়হানা সরকার, এ কে এম শাজাহান, মোস্তফা কামাল, বাহাউদ্দীন ভূঞা, এস এম খাইরুল আমীন ও মনিরুজ্জামান বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বলেন, সুজনএকটি স্বেচ্ছাসেবী সংগঠন, যার কার্যক্রমের মূল লক্ষ্য হলো নাগরিকদের মধ্যে গণতন্ত্র ও সুশাসনের চেতনা ছড়িয়ে দেওয়া।
সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচনী প্রক্রিয়াকে আরো স্বচ্ছ ,শক্তিশালী, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করে তুলতে সুজন দেশব্যাপী তাদের কার্যক্রম চালিয়ে আসছে।
সুশাসনের আন্দোলনে দেশ নিয়ে যে চ্যালেঞ্জ রয়েছে, তা মোকাবেলা করার জন্য সুজন সবার অংশগ্রহণ আহ্বান করে। সমাজের সকল স্তরে সচেতন নাগরিকদের কার্যকর ভূমিকা পালনের লক্ষ্যে সুজনের সাথে নিজেকে সম্পৃক্ত করা অত্যন্ত জরুরি ।
মতবিনিময় সবা শেষে সুজন এর নরসিংদী জেলার পূর্ববর্তী কমিটির বিলুপ্ত ঘোষণা করা হয়। সেই সাথে সকলের উপস্থিতিতে, সকলের গৃহীত মতামতের উপর ভিত্তি করে নতুন কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সভাপতি এম মোজাম্মেল হক ও সাধারণ সম্পাদক হিসেবে বাবু হলদার দাস এর নাম ঘোষণা করা হয়। পরবর্তীতে এ তিনজন মিলে সকল সদস্যের মতামতের ভিত্তিতে ৩১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার সিদ্ধান্ত গৃহীত হয়।