বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৭:০১ অপরাহ্ন

শিরোনাম:
মাধবদীর কবিরাজপুর গ্রামের জলাবদ্ধতা নিরসনের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন মাধবদীতে বৃষ্টি উপেক্ষা করে বিএনপির বিজয় মিছিল ও সমাবেশ প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুল অন্তর্ভুক্তির দাবিতে মাধবদীতে মানববন্ধন জাতীয়তাবাদী সাইবার দলের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হত্যা মামলায় নরসিংদী সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার রাতের আঁধারে মসজিদের সৌন্দর্য নষ্ট, ফুলের চারা কেটে ফেলল দুর্বৃত্তরা প্রাথমিক বৃত্তি পরীক্ষা: নতুন নিয়মে পুরনো শিক্ষার্থীরাই পাচ্ছে সুযোগ ছাত্র হত্যার পরিকল্পনা ফাঁস, মাধবদীর সাবেক পৌর মেয়র মানিক ও ছাত্রলীগ নেতা আটক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাকির হোসেন ভূইয়া ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ রুদ্ধশ্বাস টাইব্রেকারে আমজাদ হোসেন ফাউন্ডেশন চ্যাম্পিয়ন

মাধবদীতে বেসরকারী উদ্যোগে ৫শত শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

মো. আল-আমিন সরকার / ৩৭৯ পাঠক
প্রকাশকাল বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৭:০১ অপরাহ্ন

নরসিংদী সদর উপজেলার মাধবদীতে বেসরকারী উদ্যোগে প্রাথিমক শাখার ৫শত শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। ১১ মে রবিবার মাধবদী ড্রিম হলিডে পার্কে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে মাধবদী থানা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের পক্ষ থেকে উক্ত বৃত্তি প্রদান করা হয়। এসোসিয়েশনের অধীনস্থ প্রায় ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে।

এসোসিয়েশনের সভাপতি ও মাধবদী মর্নিংসান ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মো. মফিজুল ইসলামের সভাপতিত্বে ও এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল মালেক মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও নরসিংদী সদর আসনের সাবেক এমপি খায়রুল কবির খোকন,উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ড্রিম হলিডে পার্কের চেয়ারম্যান বাবু প্রবীর কুমার সাহা, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক প্রেসিডেন্ট আব্দুল মোমেন মোল্লা।


এছাড়াও এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই  স্ট্যান্ডিং কমিটির সাবেক চেয়ারম্যান ও রমনী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নিজাম উদ্দিন ভুঁইয়া লিটন, নরসিংদী সদর উপজেলা বিএনপি’র সভাপতি আবু সালেহ চৌধুরী, মাধবদী পৌরসভা বিএনপির সভাপতি আমান উল্লাহ আমান, নরসিংদী চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক আল-আমিন রহমান, নরসিংদী উপজেলা শিক্ষা অফিসার নূর মোহাম্মদ রুহুল ছগীর, মর্নিংসান ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান জহিরুল হক, মাধবদী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. কামাল হোসেন, মাধবদী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. হারুনূর রশীদ শাহ ফকির, মাধবদী এসপি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক সজল চন্দ্র সরকার প্রমূখ।


সভায় বক্তারা মাধবদী থানা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের বৃত্তি প্রদানের এই উদ্যোগটিকে ব্যাপক সাধুবাদ জানান এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে এই উদ্যোগটিকে চলমান রাখার পাশাপাশি ভবিষ্যতে আরো বড় পরিসরে আয়োজনের আহ্বান জানান।

 

প্রসঙ্গত, মাধবদী থানা কিন্ডার গার্টেন এসোসিয়েশন দীর্ঘদিন যাবৎ কিন্ডারগার্টেন শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নের পাশাপাশি নিজেদের উদ্যোগে প্রতিবছর বৃত্তি পরীক্ষার আয়োজন করে শিক্ষার্থীদেরকে উৎসাহ যুগিয়ে আসছে। প্রতিবছরই এই এসোসিয়েশনের উদ্যোগে সহস্রাধিক শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে থাকে। এবারও ১০৮৩ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে, এদের মধ্য থেকে বাছাইকৃত ৫শত জনকে বৃত্তি প্রদান করা হয়।

 

দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদেরকে ক্রেস্ট, সনদ, দুপুরের খাবারসহ বিভিন্ন উপহার প্রদান করা হয়। বৃত্তি প্রদান শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়। তীব্র গরমেও পার্কে অভিভাবক, শিক্ষার্থী ও অতিথিদের অংশগ্রহণে একটি উপভোগ্য অনুষ্ঠান সম্পন্ন হয়।