শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০১:৩৯ অপরাহ্ন

শিরোনাম:
মাধবদীতে চালু হলো রয়েল কেক: মানসম্মত খাবার ও রকমারি মিষ্টান্নের নতুন ঠিকানা নরসিংদীর শিবপুরে পবিত্র আজিমুশ্বান ইসলামী জলসা অনুষ্ঠিত সুজন নরসিংদী জেলা কমিটি পুনর্গঠন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত মনোহরদীতে সাংবাদিক শাকিলের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ গণপিটুনীতে মাদক কারবারী নিহতের ঘটনাকে রাজনৈতিক রং লাগাতে একটি মহলের অপচেষ্টা: এস আলমের নিয়োগকৃতদের ছাঁটাইয়ের দাবিতে ইসলামী ব্যাংক মাধবদী শাখার সামনে মানববন্ধন চরদীঘলদী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সহ ৩ সদস্যকে কারণ দর্শানোর নোটিশ নরসিংদী জেলা পুলিশের সফল অভিযান, এক সপ্তাহে হত্যাকাণ্ডের আসামীসহ ২০০ জনের অধিক আসামী গ্রেফতার মহিষাশুড়া ইউপি চেয়ারম্যান মুফতি কাউছারের বিরুদ্ধে সাংবাদিকদের মারধর ও হেনস্তার অভিযোগ নরসিংদীতে তরুণদের প্রযুক্তি উৎসব: আইসিটি অলিম্পিয়াড ২০২৫ অনুষ্ঠিত

ভোটের অধিকার আদায়ে আবারো রাস্তায় নামার হুঁশিয়ারি মির্জা ফখরুলের

দুর্জয় টোয়েন্টিফোর ডটকম ডেস্ক- / ১১১ পাঠক
প্রকাশকাল শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০১:৩৯ অপরাহ্ন

ভোটের অধিকার থেকে বঞ্চিত করতে দেশে-বিদেশে ষড়যন্ত্র হচ্ছে- এমন অভিযোগে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকেই দেব- এই অবস্থার মধ্য দিয়ে আমরা নির্বাচনটা চাই। আমরা বলছি, আমরা এখনো রাস্তায় নামি নি। কিন্তু দল ও জনগণের স্বার্থে যদি কোনো বিঘ্ন সৃষ্টি করা হয়, তাহলে বিএনপি আবারো মাঠে নামবে। মাঠে নেমে তারা দাবি আদায় করে নিতে জানে।

শনিবার (২৯ মার্চ) বিকালে রাজধানীর বাড্ডার মাদানি সড়কে বেরাইদা ঈদগাহ মাঠে এক অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি দেন। ঢাকা মহানগর উত্তর বিএনপি ৪২নং ওয়ার্ডের উদ্যোগে নিম্ন আয়ের মানুষের মধ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঈদ উপহার বিতরণ উপলক্ষে এই অনুষ্ঠান হয়।

মির্জা ফখরুল বলেন, আবারো ভোটের অধিকার থেকে বঞ্চিত করবার জন্যে দেশে-বিদেশে ষড়যন্ত্র ও চক্রান্ত হচ্ছে, আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। আমরা সেটা হতে দেব না। আপনারা সবাই সজাগ থাকবেন, সর্তক থাকবেন। ষড়যন্ত্র-চক্রান্ত শেষ হয়নি। সমস্ত ষড়যন্ত্র-চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে জনগণের সরকার আমরা প্রতিষ্ঠা করবই করব ইনশাল্লাহ।

বিএনপির মহাসচিব বলেন, আমরা ভারতের পক্ষেও নই, আমরা পাকিস্তানের পক্ষেও নই। আমরা আমেরিকার পক্ষেও নই, আমরা ইংল্যান্ডের পক্ষেও নই। বিএনপি বাংলাদেশের পক্ষে। আমাদের নেতা তারেক রহমানের খুব পরিষ্কার করে বলেছেন, সবার আগে বাংলাদেশ, আমরা বাংলাদেশি। আপনারা সবাই সজাগ থাকবেন, সর্তক থাকবেন। সমস্ত ষড়যন্ত্র-চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে জনগণের সরকার আমরা প্রতিষ্ঠা করব ইনশাল্লাহ।

মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনার বিএনপির ৯০ শতাংশ নেতা-কর্মীকে জেলে নিয়েছিলে। ২০ হাজারের মতো নেতা-কর্মীকে হত্যা, ১৭শ নেতা-কর্মীকে গুম এবং ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা-গায়েবি মামলা দিয়েছিল। পৃথিবীর গণতান্ত্রিক ইতিহাসে এই ধরনের নজির খুব কম। আল্লাহ তা’লার কাছে হাজারো শুকরিয়া আদায় করি যে তার অশেষ অলৌকিক শক্তি তার মাধ্যমে তিনি হঠাৎ করে একদিন হাসিনাকে যেন গুম করে দিলেন। হাসিনা গুম হয়ে গেছে আল্লাহ তা’লার নির্দেশে।

মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক তহিরুল ইসলাম তুহিন সভাপতিত্বে ও আরও বক্তব্য রাখেন মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক, বিএনপির ক্ষুদ্র নৃগোষ্ঠী বিষয়ক সম্পাদক এমএ কাইয়ুম, মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক এসএম জাহাঙ্গীর, আখতার হোসেন, আলফাজ উদ্দিন, এজিএম শামসুল হক, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ প্রমুখ।