বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৯:১২ পূর্বাহ্ন

শিরোনাম:
মাধবদীর কবিরাজপুর গ্রামের জলাবদ্ধতা নিরসনের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন মাধবদীতে বৃষ্টি উপেক্ষা করে বিএনপির বিজয় মিছিল ও সমাবেশ প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুল অন্তর্ভুক্তির দাবিতে মাধবদীতে মানববন্ধন জাতীয়তাবাদী সাইবার দলের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হত্যা মামলায় নরসিংদী সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার রাতের আঁধারে মসজিদের সৌন্দর্য নষ্ট, ফুলের চারা কেটে ফেলল দুর্বৃত্তরা প্রাথমিক বৃত্তি পরীক্ষা: নতুন নিয়মে পুরনো শিক্ষার্থীরাই পাচ্ছে সুযোগ ছাত্র হত্যার পরিকল্পনা ফাঁস, মাধবদীর সাবেক পৌর মেয়র মানিক ও ছাত্রলীগ নেতা আটক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাকির হোসেন ভূইয়া ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ রুদ্ধশ্বাস টাইব্রেকারে আমজাদ হোসেন ফাউন্ডেশন চ্যাম্পিয়ন

নরসিংদীতে ডাঙ্গা ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুজ্জামানের বহিষ্কারাদেশ প্রত্যাহার

মনিরুজ্জামান / ৬২ পাঠক
প্রকাশকাল বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৯:১২ পূর্বাহ্ন

মনিরুজ্জামান, নরসিংদীঃ নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুজ্জামান মনিরকে বহিষ্কারের ২৪ ঘণ্টার মধ্যে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটি।

বুধবার (৯ জুলাই) রাতে নরসিংদী জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, “আজ (বুধবার) আমরা ঢাকায় কেন্দ্রীয় যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে, নরসিংদী জেলা ও পলাশ উপজেলা যুবদল নেতৃবৃন্দের সম্মতিক্রমে মনিরুজ্জামান মনিরের বহিষ্কারাদেশ প্রত্যাহার করি। কারণ তার বিরুদ্ধে চাঁদাবাজির যে অভিযোগ আনা হয়েছে ভিডিও ফুটেজ ও তথ্য-প্রমাণে এব্যাপারে মনিরুজ্জামানের সংশ্লিষ্টতার কোন প্রমাণ পাওয়া যায়নি, ফলে তার বিরুদ্ধে করা চাঁদাবাজির মামলাটিও মিথ্যা প্রমাণিত হয়েছে।”
এর আগে গত ৭ জুলাই জেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম সুমন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে দলীয় আদর্শবিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগ এনে ডাঙ্গা ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুজ্জামানকে দল থেকে বহিষ্কার করার কথা জানানো হয়।

এর পরেই তার বহিষ্কার নিয়ে দেখা দেয় তীব্র বিতর্ক। জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার হাসান জানান, তার অনুমতি ছাড়া এ ধরনের সিদ্ধান্ত দলীয় গঠনতন্ত্র লঙ্ঘনের শামিল। প্রশ্ন উঠেছে সহ-দপ্তর সম্পাদক সুমনের ভূমিকা নিয়েও। অনেকেই মনে করছেন, দলীয় কোন্দল থেকেই এই আদেশ এসেছিল এবং তা দলীয় শৃঙ্খলার পরিপন্থী ছিল।

এদিকে ডাঙ্গা ইউনিয়নবাসীর ভরসাস্থল মনিরুজ্জামানের বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবরে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে আসার পাশাপাশি কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন তারা।

উল্লেখ্য, গত ৩ জুলাই উপজেলার ডাংগা ইউনিয়নে নির্মাণাধীন কনফিডেন্স সিমেন্ট কারখানায় সশস্ত্র হামলার ঘটনায় মনিরকে প্রধান আসামি করে চাঁদাবাজির মামলা দায়ের করে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
এ মামলায় ৫ জুলাই রাতেই তাকে গ্রেপ্তার করে পুলিশ, এবং ৬ জুলাই তাকে আদালতে সোপর্দ করা হয়।
এরপর ৮ জুলাই বিএনপির দুর্দিনের কান্ডারী ও রাজপথের লড়াকু সৈনিক মনিরুজ্জামানকে কোর্টে তোলা হলে, তার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করে ডাঙ্গা ইউনিয়নবাসী সহ হাজারো বিএনপির নেতাকর্মী।
শেষ পর্যন্ত বুধবার, কেন্দ্রীয় যুবদলের হস্তক্ষেপে মনিরুজ্জামান মনিরের বহিষ্কারাদেশ প্রত্যাহার করলে জনমনে স্বস্তি ফিরে আসে।