সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

শিরোনাম:
নরসিংদীতে ২টি সংসদীয় আসনে ৪ জন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল ঘোষণা বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলায় নরসিংদী জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম রিপন গ্রেফতার নরসিংদী প্রেসক্লাব নির্বাচনে মাখন দাস সভাপতি পলাশ সম্পাদক নির্বাচিত নরসিংদীর বেলাবতে স্কুল ফিডিং কর্মসূচিতে অভাবনীয় সাফল্য,শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ার পাশাপাশি কমছে ঝড়ে পড়ার হার নরসিংদীতে জেলা পর্যায়ে রেফারেল ডিরেক্টরী সভা অনুষ্ঠিত মাধবদীতে চালু হলো রয়েল কেক: মানসম্মত খাবার ও রকমারি মিষ্টান্নের নতুন ঠিকানা নরসিংদীর শিবপুরে পবিত্র আজিমুশ্বান ইসলামী জলসা অনুষ্ঠিত সুজন নরসিংদী জেলা কমিটি পুনর্গঠন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত মনোহরদীতে সাংবাদিক শাকিলের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ গণপিটুনীতে মাদক কারবারী নিহতের ঘটনাকে রাজনৈতিক রং লাগাতে একটি মহলের অপচেষ্টা:

মাধবদীতে নিখোঁজের ২১ দিন পর বস্তাবন্দী লাশ উদ্ধার: গ্রেফতার ৩

মোঃ নুর আলম / ১৫৪ পাঠক
প্রকাশকাল সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

নরসিংদীর মাধবদীতে অটোরিকশাচালক মোঃ রমজান আলীর (৩২) নিখোঁজের ২১ দিন পর ব্রহ্মপুত্র নদ থেকে উদ্ধার হলো বস্তাবন্দি মৃত দেহ। এহত্যাকান্ডের ঘটনায় ইতোমধ্যে ৩ জন গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন কুমিল্লার হুমনা থানার জয়পুর গ্রামের জব্বার মিয়ার পুত্র মোঃ কাউছার মিয়া, নরসিংদীর মাধবদী থানার কবিরাজপুর গ্রামের হাছান আলীর পুত্র শামীম, রাইনাদি গ্রামের লোকমান মিয়ার পুত্র মোঃ সজিব মিয়া। খুনিদের স্বীকারোক্তি ও তাদের বর্ণনামতে আজ (১১ জুলাই) ভোরে মাধবদী কবিরাজপুর এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে রমজানের বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ। পরিবার ও পুলিশ সুত্রে জানা যায় দুই নারীর সাথে ত্রিকোণী পরকিয়ার জের ধরে রমজানের বন্ধু কাউছার, শামীম, সজিবসহ কয়েকজনের মধ্যে দ্বন্ধ ছিল। সেই জের থেকেই কাউছারের নেতৃত্বে রমজানকে হত্যা করে হাত, পা বেঁধে সিমেন্টের পাল্লার সাথে বেঁধে নদীতে ফেলে দেয়। দীর্ঘদিন খোঁজাখোঁজির পরও রমজানকে না পেয়ে পুলিশ, র‌্যাব, পিবিআইসহ বিভিন্ন সংস্থায় অভিযোগ করে রমজানের পরিবার। একপর্যায়ে পিবিআইয়ের জালে ধরা পরে কাউছারসহ আসামীরা। কিন্তু তারা হত্যার কথা স্বীকার করছিল না। গতকাল ১০ জুলাই নরসিংদী জেলার পুলিশির উর্ধ্বতন কর্মকর্তাসহ মাধবদী থানা পুলিশ আসামীদের বহুল জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে হত্যার কথা স্বীকার করে আসামীরা। পরে আসামীদের তথ্যমতে আজ ভোরে রমজানের বস্তা বন্দী লাশ উদ্ধার করে পুলিশ। বহুদিন পানির নিচে থাকায় লাশ পঁচে যাওয়ায় নরসিংদী ময়না তদন্ত না হওয়ার ফলে ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করবে পুলিশ।
উল্লেখ্য যে গত ২২ জুন রমজানের স্ত্রী তানজিলা আক্তার মাধবদী থানা জিডি করেন যে তার স্বামী গত ২১ জুন অটোরিক্সা নিয়ে বাড়ি থেকে বের হয়। পরে আর বাড়ি ফিরে আসেনি। অভিযোগে সজিব ও কাউছারের নাম উল্লেখ করে তাদেরকে সন্দেহজনক ভাবে আসামী করেছিল নিহতের স্ত্রী।