বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৭:০২ অপরাহ্ন
নরসিংদীর ৬৮নং ভগিরথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে জাকির হোসেন ভূইয়া ফাউন্ডেশন।
আজ রবিবার, ২৭ জুলাই সকাল সাড়ে ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১৮২ জন শিক্ষার্থীর হাতে খাতা, কলম, পেন্সিল, কাটার ও রাবারের মতো প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।
এই উদ্যোগের ফলে ছাত্রছাত্রী ও অভিভাবকদের মাঝে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। ফাউন্ডেশনের এই মহৎ কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক এবং অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভগিরথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক কমিটির সভাপতি ও জাকির হোসেন ভূইয়া ফাউন্ডেশনের পরিচালক মোঃ মোক্তাদিন হোসেন ভূইয়া। এছাড়াও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পরিচালক আব্দুল মোহাইমিন ভূইয়া, সহ-সভাপতি অ্যাডভোকেট রাশেদ রায়হান, শিক্ষক প্রতিনিধি শারমিন সুলতানা, ফাউন্ডেশনের সদস্য আলতাফ মাহমুদ, মোঃ ফয়সাল বাদশা, জান্নাতুল ফেরদৌস রিমা ও অ্যাডভোকেট মেহেদী হাসান প্রান্ত। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য সচিব সাবিকুন্ নাহারও অনুষ্ঠানে উপস্থিত থেকে কার্যক্রম পরিচালনা করেন।
শিক্ষা উপকরণ পেয়ে প্রথম শ্রেণির এক শিক্ষার্থী, তুহিন মিয়া, তার উচ্ছ্বাস প্রকাশ করে বলে, “নতুন খাতা-কলম পেয়ে আমার খুব ভালো লাগছে। এখন আমি আরও মন দিয়ে পড়াশোনা করতে পারব। ফাউন্ডেশনকে অনেক ধন্যবাদ।”
আরেক শিক্ষার্থী রায়হান মিয়া, হাসিমুখে বলে, “এত্তগুলো জিনিস একসাথে পেয়ে আমি অনেক খুশি। আমার আব্বুর আর এগুলো কিনতে হবে না।”
জাকির হোসেন ভূইয়া ফাউন্ডেশনের পরিচালক মোঃ মোক্তাদিন হোসেন ভূইয়া জানান, “শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি উৎসাহিত করতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমরা চাই প্রতিটি শিশু যেন শিক্ষার আলোয় আলোকিত হয়। ভবিষ্যতেও আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”