রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
মনিরুজ্জামান, নরসিংদীঃ নরসিংদী জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে সদ্য যোগদানকৃত পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম। তার নির্দেশনায় পরিচালিত অভিযান পুরো জেলার অপরাধ প্রবণতা কমিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করছেন স্থানীয় সচেতন মহল ।
যোগদানের পর এক সপ্তাহে চুরি, ডাকাতি, ছিনতাই, হত্যাকাণ্ড, মাদক ব্যবসা এবং অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ২ শতাধিক আসামী গ্রেফতার করে দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।
চলতি সেপ্টেম্বর মাসে নরসিংদী জেলায় পৃথক পৃথক ৫টি ঘটনায় ০৭ জন খুনের ঘটনা ঘটে। এদের মধ্যে পারিবারিক দ্বন্দ্বে ০৩ জন, ব্যবসায়ীক দ্বন্দ্বে ০১ জন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ০৩ জন খুন হয়েছে। এ সকল খুনের ঘটনায় সর্বমোট ০৬ টি মামলা দায়ের করা হয়েছে এবং ইতোমধ্যেই ০৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তন্মধ্যে ০২ বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। উল্লেখ্য যে, হত্যার ঘটনায় দায়েরকৃত সকল মামলার (০৬ টি) রহস্য উদ্ঘাটিত হয়েছে। অবিশিষ্ট আসামীদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান চলমান রয়েছে।
পুলিশের অভিযানে এক সপ্তাহের মধ্যে ২ শতাধিক অপরাধী গ্রেফতার গত এক মাসের তুলনায় নতুন পুলিশ সুপারের একটি উল্লেখযোগ্য সাফল্য। গত ২৪ ঘণ্টায় প্রায় ৫৮ জন আসামী গ্রেফতার হয়েছে, যাদের মধ্যে মাদক ব্যবসায়ী, চোর, ডাকাত ও হত্যাকাণ্ডে জড়িত অপরাধীরা রয়েছেন।
গত ১৫ সেপ্টেম্বর নরসিংদী জেলার রায়পুরা থানাধীন উত্তর বাখর নগর ইউনিয়নের শিবপুর গ্রামে ঘটে এক নৃশংস হত্যাকাণ্ড। ৬৫ বছর বয়সী মুদি দোকানদার মানিক মিয়া হত্যার ঘটনা তদন্তে নেমে, নরসিংদী জেলা পুলিশের একটি বিশেষ টিম হত্যাকারীদের ধরতে অভিযান চালায়। এর ফলে ২১ সেপ্টেম্বর হত্যাকাণ্ডে জড়িত রমিজ উদ্দিন (২৬) ও সুজন মিয়াকে (২৭) গ্রেফতার করা হলে রমিজ উদ্দিন আদালতে তার অপরাধ স্বীকার করে।
২১ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে শিবপুর মডেল থানার পুলিশ একটি সফল অভিযানে ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করে। তারা ঢাকা-সিলেট হাইওয়েতে এক ব্যক্তির মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা করেলে পুলিশ তাদের ধাওয়া করে গ্রেফতার করে। এসময় পুলিশ তাদের কাছ থেকে ছিনতাইকৃত মোটরসাইকেলসহ অপরাধে ব্যবহৃত আরো দুটি মোটরসাইকেল উদ্ধার করে। এছাড়া, ০৯ সেপ্টেম্বর, ২০২৫ শিবপুর থানা পুলিশ কর্তৃক টহলকালীন পাহাড় ব্রাহ্মন্দী হতে ছিনতাইকৃত বিভাটেক কুন্দারপাড়ায় উদ্ধারসহ ছিনতাই চক্রের ০১ জনকে গ্রেফতার করেছে এবং ১১ সেপ্টেম্বর, ২০২৫ বেলাব থানা পুলিশ টহলকালীন যাত্রীবেশে অটোরিক্সা ছিনতাই চক্রের ০১ জন সদস্যকে ছিনতাইকৃত অটোরিক্সাসহ গ্রেফতার করেছে।
২০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে নরসিংদী মডেল থানার উত্তর বাগহাটা (বিলপাড়) এলাকায় একটি চুরির ঘটনা ঘটে। পুলিশ তদন্তে নেমে ২ জন চোরকে গ্রেফতার করে এবং তাদের কাছ থেকে নগদ ৬০,০০০ টাকা, ২টি নাকফুল, অন্যান্য চোরাই মালামাল ও দেশীয় অস্ত্র উদ্ধার করে।
এছাড়াও নরসিংদী জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে চলতি মাসে ৮৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা সহ তাদের কাছ থেকে ৩৭.৫ কেজি গাজা, ১২০ লিটার চোলাইমদ এবং ১০৩৭ পিস ইয়াবা উদ্ধার করে।
১৩ সেপ্টেম্বর, শনিবার বেলাবো থানা পুলিশ মাদক বিরোধী অভিযানে ৩৪০ বোতল বিদেশী WHISKY ও মাদক বহনকারী ০১ টি ট্রাক উদ্ধারসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা সহ ছিনতাইকৃত ০২ টি অটোরিকশা উদ্ধার করে।
৩০ আগস্ট, ২০২৫ তারিখে মাধবদী থানার শ্যামতলী এলাকায় মো. আশিক মিয়া তার স্ত্রী হালিমা (২৭)কে হত্যা করে পুকুরে ফেলে দেয়। পুলিশ দীর্ঘ তদন্তের পর কুড়িগ্রাম সদর থানা এলাকা থেকে ঘাতক স্বামীকে গ্রেফতার করলে সে তার অপরাধ স্বীকার করে জবানবন্দি দেয়।
নরসিংদী পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম বলেন, অপরাধ প্রতিরোধে জেলার বিভিন্ন ইউনিটের ইনচার্জদের মাঠে থেকে কঠোর অভিযান পরিচালনা করার নির্দেশ দেওয়া হয়েছে। তাছাড়া নিয়মিত মাদক ও অস্ত্র উদ্ধারের পাশাপাশি আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য জেলার সকল থানায় অভিযান চলছে। এ ধরনের অভিযান অব্যাহত রাখার পাশাপাশি নরসিংদী জেলার জনগণকে নিরাপত্তা প্রদান করতে নরসিংদী জেলা পুলিশ সদা প্রস্তুত উল্লেখ করে যারা অপরাধে জড়াবে, তাদের সবাইকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।