বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৯:১০ পূর্বাহ্ন
নরসিংদী শহরের বড় বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার (২ এপ্রিল) রাতে বড়বাজারের ডায়মন্ড টেইলার্সে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট গিয়ে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় রাত পৌনে ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে প্রায় সাড়ে ৩ কোটি টাকার মালামাল পুড়ে যায় বলে ভুক্তভোগীদের দাবি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে ১০টার দিকে ভবনের দ্বিতীয় তলার টেইলার্সে আগুন লাগে। কাপড়ের দোকান হওয়ায় মুহূর্তে আগুন পুরো দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসসহ স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।
এ বিষয়ে জানতে চাইলে নরসিংদী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শিমুল মো. রফি বলেন, খবর পেয়ে নরসিংদী ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। পরে নরসিংদী ও মাধবদী ফায়ার সার্ভিসের আরও চারটি ইউনিট যোগ দেয়। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি। তবে টেইলার্সের পক্ষ থেকে জানানো হয়, প্রায় সাড়ে ৩ কোটি টাকার কাপড় পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে সুৃুনিশ্চিত করে কিছু জানাতে পারেনি দমকল বাহিনী।