শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০১:৪০ অপরাহ্ন

শিরোনাম:
মাধবদীতে চালু হলো রয়েল কেক: মানসম্মত খাবার ও রকমারি মিষ্টান্নের নতুন ঠিকানা নরসিংদীর শিবপুরে পবিত্র আজিমুশ্বান ইসলামী জলসা অনুষ্ঠিত সুজন নরসিংদী জেলা কমিটি পুনর্গঠন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত মনোহরদীতে সাংবাদিক শাকিলের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ গণপিটুনীতে মাদক কারবারী নিহতের ঘটনাকে রাজনৈতিক রং লাগাতে একটি মহলের অপচেষ্টা: এস আলমের নিয়োগকৃতদের ছাঁটাইয়ের দাবিতে ইসলামী ব্যাংক মাধবদী শাখার সামনে মানববন্ধন চরদীঘলদী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সহ ৩ সদস্যকে কারণ দর্শানোর নোটিশ নরসিংদী জেলা পুলিশের সফল অভিযান, এক সপ্তাহে হত্যাকাণ্ডের আসামীসহ ২০০ জনের অধিক আসামী গ্রেফতার মহিষাশুড়া ইউপি চেয়ারম্যান মুফতি কাউছারের বিরুদ্ধে সাংবাদিকদের মারধর ও হেনস্তার অভিযোগ নরসিংদীতে তরুণদের প্রযুক্তি উৎসব: আইসিটি অলিম্পিয়াড ২০২৫ অনুষ্ঠিত

নরসিংদীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৫ সম্পন্ন

মনিরুজ্জামান মনির / ৭৬ পাঠক
প্রকাশকাল শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০১:৪০ অপরাহ্ন

নরসিংদীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৫ সম্পন্ন

“জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” এই শ্লোগানকে সামনে রেখে নরসিংদীতে দুইদিন ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৫ (৪৬তম বিজ্ঞান মেলা), ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড, ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা এবং সেমিনার বৃহস্পতিবার (১৫ মে) পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা প্রশাসক, জেলা বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্যাপন কমিটি নরসিংদী শাখার সভাপতি মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় তথ্য ও প্রযুক্তি ইনস্টিটিউট এর পরিচালক অধ্যাপক ড. বি এম মইনুল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে নরসিংদী পুলিশ সুপার এর প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম) সূজন চন্দ্র সরকার উপস্থিত ছিলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)মোঃ নাজমুল হাসান-এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ এস এম আব্দুল খালেক।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী বলেন, আজকের অত্যাধুনিকতার যুগে বিজ্ঞানের ভূমিকাকে অস্বীকার করার কোন উপায় নেই। প্রতিনিয়ত এ আই এর ভার্সন পরিবর্তিত হচ্ছে। শিক্ষার্থীদের
লক্ষ্য স্থির করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। লক্ষ্য স্থির করতে না পারলে সফলতার নাগাল পাবে না। তাই তোমাদের আগেই স্থির করতে হবে, ভবিষ্যতে তুমি কী হতে চাও। এই আগ্রহ প্রত্যেক শিক্ষার্থীর মধ্যে থাকতে হবে। অতি ক্ষুদ্র বিষয় নিয়েও তুমি অনেক বড় হতে পারবে।
এসময় শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আপনারা স্কুল-কলেজের ল্যাবগুলো সাজিয়ে রাখবেন না। স্কুল-কলেজে ল্যাবগুলো সাজিয়ে রাখার জন্য নয়। শিক্ষার্থীদের নিয়মিত ব্যবহার করতে দিন। তাদের মধ্যে অনেক প্রতিভা আমরা দেখতে পেয়েছি। শিক্ষক অভিভাবক আপনারা তাদের সহযোগিতা করুন।
মূল প্রবন্ধ উপস্থাপক অধ্যাপক ড. বি এম মইনুল হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এখনকার যুগে স্কুল কলেজই শিক্ষার একমাত্র মাধ্যম না। ইউটিউব, ইন্টারনেট অনেক মাধ্যম আছে। আগ্রহ থাকলে তুমি শিক্ষক ছাড়াও নিজেকে অনেক দূর এগিয়ে নিতে পারবে। জীবনে বড় হতে হলে কোন না কোন প্রোগ্রামিং তোমাকে শিখতেই হবে।
শুধুমাত্র নেট-এ ঢুকবে। শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ সৃষ্টি করতে অভিভাবক-শিক্ষকদের একান্তভাবে সহযোগিতা করতে হবে।
আলোচনা শেষে অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার প্রাপ্তরা হলো:
বিজ্ঞান অলিম্পিয়াডে সিনিয়র গ্রুপে আশরাফ হোসেন টুটুল, মেহেরীন তামান্না, স্বর্ণা আক্তার, তাহমিদা আক্তার সোহানা ও ঈপসিতা ইসরাত জুঁই।
জুনিয়র গ্রুপে প্রথম থেকে পশ্চম স্থান অধিকার করেছে যথাক্রমে ওয়াজিহা আমিন লাবিবা, আদিত্য সাহা নিরব, আব্দুল্লাহ আল নাহিয়াল, মোঃ আতিকুর রহমান মোল্লা ও মোঃ রিয়াজুল ইসলাম।
জেলা পর্যায়ে জুনিয়র গ্রুপে প্রকল্প উপস্থাপনায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে হাতিরদিয়া সাদত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়, নরসিংদী বিয়াম জিলা স্কুল এন্ড কলেজ, নাছিমা কাদির মোল্লা হাই স্কুল এন্ড হোমস।
জেলা পর্যায়ে সিনিয়র গ্রুপের প্রকল্প উপস্থাপনায় প্রথম হয়েছে জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসা, দ্বিতীয় পলাশ থানা সেন্ট্রাল কলেজ ও তৃতীয় সবুজ পাহাড় কলেজ।

জেলা পর্যায়ে বিশেষ গ্রুপে প্রকল্প উপস্থাপনে প্রথম স্থান অধিকার করেছে রোবটিক্স এন্ড অটোমেশন প্রকল্পে নরসিংদী সাইন্স এন্ড রোবটিক্স ক্লাব, দ্বিতীয় স্থান অধিকার করেছে নরসিংদী বিজ্ঞান ক্লাব।
জেলা পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে যথাক্রমে প্রাণ আর এফ এল পাবলিক স্কুল, নাছিমা কাদির মোল্লা হাই স্কুল এন্ড হোমস এবং জনতা আদর্শ বিদ্যাপিঠ।
এর আগে,গত বুধবার(১৪ মে,২০২৫)এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন জেলা বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন কমিটি’র সভাপতি নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নরসিংদী’র পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান, নরসিংদী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এ এস এম মুসা,নরসিংদী সরকারি মহিলা কলেজের রসায়ন বিভাগের এসোসিয়েট প্রফেসর পবন চন্দ্র দাস।