বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৫:৪৭ অপরাহ্ন

শিরোনাম:
মাধবদীতে চালু হলো রয়েল কেক: মানসম্মত খাবার ও রকমারি মিষ্টান্নের নতুন ঠিকানা নরসিংদীর শিবপুরে পবিত্র আজিমুশ্বান ইসলামী জলসা অনুষ্ঠিত সুজন নরসিংদী জেলা কমিটি পুনর্গঠন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত মনোহরদীতে সাংবাদিক শাকিলের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ গণপিটুনীতে মাদক কারবারী নিহতের ঘটনাকে রাজনৈতিক রং লাগাতে একটি মহলের অপচেষ্টা: এস আলমের নিয়োগকৃতদের ছাঁটাইয়ের দাবিতে ইসলামী ব্যাংক মাধবদী শাখার সামনে মানববন্ধন চরদীঘলদী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সহ ৩ সদস্যকে কারণ দর্শানোর নোটিশ নরসিংদী জেলা পুলিশের সফল অভিযান, এক সপ্তাহে হত্যাকাণ্ডের আসামীসহ ২০০ জনের অধিক আসামী গ্রেফতার মহিষাশুড়া ইউপি চেয়ারম্যান মুফতি কাউছারের বিরুদ্ধে সাংবাদিকদের মারধর ও হেনস্তার অভিযোগ নরসিংদীতে তরুণদের প্রযুক্তি উৎসব: আইসিটি অলিম্পিয়াড ২০২৫ অনুষ্ঠিত

এস আলমের নিয়োগকৃতদের ছাঁটাইয়ের দাবিতে ইসলামী ব্যাংক মাধবদী শাখার সামনে মানববন্ধন

মোঃ নুর আলম / ৩৬ পাঠক
প্রকাশকাল বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৫:৪৭ অপরাহ্ন

এস আলম গ্রুপ কর্তৃক অবৈধভাবে নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তাদের অনতিবিলম্বে ছাঁটাইয়ের দাবিতে নরসিংদীর মাধবদীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, মাধবদী শাখার সামনে ‘বৈষম্য বিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ’-এর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলম গ্রুপ ব্যাংকটিতে অসংখ্য অদক্ষ ও অযোগ্য কর্মকর্তাকে নিয়মবহির্ভূতভাবে নিয়োগ দিয়েছে। এর ফলে ব্যাংকের সেবার মান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং গ্রাহকরা হয়রানির শিকার হচ্ছেন।

ইসলামী ব্যাংক মাধবদী শাখার গ্রাহক ফোরামের সভাপতি জাফর উল্লাহ খানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ফোরামের সহ-সভাপতি মোঃ আলতাফ হোসেন ও মোঃ সফি মোল্লা, সেক্রেটারী মোঃ নজরুল ইসলাম এবং সহকারী সেক্রেটারী মোমেন, আজিজুল হক ও গোলাম রাব্বী।

বক্তারা বলেন, “এস আলমের মতো লুটেরা ও মাফিয়া চক্র ব্যাংকটিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। তাদের নিয়োগ দেওয়া অদক্ষ কর্মকর্তাদের কারণে সাধারণ গ্রাহকরা সঠিক সেবা পাচ্ছেন না। আমরা অবিলম্বে এই অবৈধ নিয়োগ বাতিল এবং অদক্ষদের ছাঁটাইয়ের জোর দাবি জানাচ্ছি।”

দাবি মানা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।