শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০৫:৩৫ পূর্বাহ্ন
নুরালাপুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ মে) মাধবদী বধুসাজ কমিউনিটি সেন্টারে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নুরালাপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ নাঈমুর রহমান সুজনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-১ এর সাবেক সংসদ সদস্য ও জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা বিএনপি’র সভাপতি ও নুরালাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সালেহ চৌধুরী, নরসিংদী সদর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি কাজা ওয়াসিম, নুরালাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাদেকুর রহমান গাজী।
এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নানাবিধ সাংস্কৃতিক পরিবেশনা এবং ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি খায়রুল কবির খোকন সহ উপস্থিত অতিথিবৃন্দ।