সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

শিরোনাম:
নরসিংদীতে ২টি সংসদীয় আসনে ৪ জন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল ঘোষণা বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলায় নরসিংদী জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম রিপন গ্রেফতার নরসিংদী প্রেসক্লাব নির্বাচনে মাখন দাস সভাপতি পলাশ সম্পাদক নির্বাচিত নরসিংদীর বেলাবতে স্কুল ফিডিং কর্মসূচিতে অভাবনীয় সাফল্য,শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ার পাশাপাশি কমছে ঝড়ে পড়ার হার নরসিংদীতে জেলা পর্যায়ে রেফারেল ডিরেক্টরী সভা অনুষ্ঠিত মাধবদীতে চালু হলো রয়েল কেক: মানসম্মত খাবার ও রকমারি মিষ্টান্নের নতুন ঠিকানা নরসিংদীর শিবপুরে পবিত্র আজিমুশ্বান ইসলামী জলসা অনুষ্ঠিত সুজন নরসিংদী জেলা কমিটি পুনর্গঠন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত মনোহরদীতে সাংবাদিক শাকিলের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ গণপিটুনীতে মাদক কারবারী নিহতের ঘটনাকে রাজনৈতিক রং লাগাতে একটি মহলের অপচেষ্টা:

মাধবদী কলেজ পরিচালন পর্ষদ নির্বাচন || ৩পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫জন

মো. নুর আলম / ৩৪০ পাঠক
প্রকাশকাল সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

নরসিংদীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মাধবদী কলেজের পরিচালনা পর্ষদের অভিভাবক প্রতিনিধি নির্বাচন আগামী ৪ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনকে ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচনে প্রায় ১৪০০ ভোটার তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে ভোটাধিকার প্রয়োগ করবেন।


কলেজ সূত্রে জানা গেছে, অভিভাবক প্রতিনিধি পদের জন্য প্রাথমিকভাবে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই-বাছাই এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে ৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়ায় চূড়ান্তভাবে ৫ জন প্রার্থী নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন। এই ৫ জন প্রার্থীর মধ্য থেকে সর্বাধিক ভোটপ্রাপ্ত ৩ জন অভিভাবক প্রতিনিধি হিসেবে নির্বাচিত হবেন।

আজ ২৭ মে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব কামাল আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের চূড়ান্ত তালিকা ও তাদের বরাদ্দকৃত প্রতীক প্রকাশ করা হয়েছে।

চূড়ান্ত ৫ প্রার্থী ও তাদের প্রতীক গুলো হচ্ছে জনাব মোঃ আহসান উল্লাহ যার নির্বাচনী প্রতীক বাই সাইকেল, জনাব মোঃ ইয়াহইয়া প্রতীক ছাতা, জনাব ওমর ফারুক প্রতীক মোরগ, জনাব মোঃ আব্দুস ছাত্তার ভূঁইয়া প্রতীক আনারস, জনাব লোকমান হোসেন সরকার প্রতীক দেয়াল ঘড়ি।

নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কলেজ কর্তৃপক্ষ প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানা গেছে। অভিভাবক কলেজের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্ট সকলে।