শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৯:১৯ পূর্বাহ্ন
নরসিংদীর মাধবদীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ জুন) বিকেল ৪টায় মাধবদী এসপি স্কুল মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে আগামী নির্বাচনে দলীয় প্রতীক দাড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান দলটির নেতারা।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী সদর-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মোঃ ইব্রাহীম ভূঁইয়া। তিনি আবেগঘন কণ্ঠে বলেন, “আমার জীবনের প্রথম ভোট আমি বিএনপিকে দিয়েছিলাম। ৪৬ বছর পর আমি কি আপনাদের কাছে একটি ভোট চাইতে পারি না? তাহলে আপনাদের সাথে কিসের বন্ধুত্ব! এবার আমাদের দাড়িপাল্লায় আমাদের ভোট দিবেন।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোঃ মকবুল হোসেন। তিনি বলেন, “চাঁদাবাজি ও সন্ত্রাস রুখতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো বিকল্প নেই। আগামীর বাংলাদেশ গড়তে হলে সবাইকে দাড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।”
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য আব্দুল জব্বার, মাধবদী শহর আমীর আমিনুল হক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মাধবদী থানা সভাপতি তাইজুল ইসলাম সোহাগ, নরসিংদী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি জামাল উদ্দিন, বিশিষ্ট শিল্পপতি গিয়াস উদ্দিন মিয়া, মাধবদী থানা সেক্রেটারি জাফরুল্লাহ খান বাবুল এবং নরসিংদী জেলা কর্মপরিষদ সদস্য মাহফুজ ভূঁইয়া প্রমুখ।