শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৫:২৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ নরসিংদী সদর উপজেলার চরদীঘলদী ইউনিয়নের আতঙ্ক ইকবালকে দোয়ানী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত করার পর প্রকাশ্যে তাকে মিষ্টিমুখ করানো সহ আওয়ামীলীগ নেতাকর্মীদের পূনর্বাসনের দায়ে চরদীঘলদী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ মুন্সী, সদস্য ওমর ফারুক ও ইউনুসকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নরসিংদী সদর থানা বিএনপি।
শনিবার (৪ অক্টোবর) নরসিংদী সদর থানা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী ও সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন স্বাক্ষরিত পৃথক পৃথক চিঠির মাধ্যমে চিনিশপুরস্থ নরসিংদী সদর উপজেলা বিএনপির কার্যালয় থেকে তাদের কাছে এ কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়।
কারণ দর্শানোর নোটিশে বলা হয় যে, গত ০১-১০-২০২৫ তারিখে চরদীঘলদী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ মুন্সী, সদস্য ওমর ফারুক ও ইউনুসের সার্বিক তত্বাবধানে দোয়ানী বাজার বণিক সমিতির কমিটি গঠিত হয়। কমিটিতে সাধারণ সম্পাদক করা হয় চিহ্নিত আওয়ামী সন্ত্রসী ইকবালকে। কমিটি গঠন পরবর্তিতে তাদের কর্তৃক ইকবালকে মিষ্টি মুখ করানো নিয়ে ব্যাপক সমালোচনা ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, যা দলীয় শৃঙ্খলা পরিপন্থী। দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী ৭ দিনের মধ্যে সদর উপজেলা বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিত আকারে স্ব শরীরে উপস্থিত হয়ে তাদের বক্তব্য পেশ করতে বলা হয়। অন্যথায় তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিয়োগে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয় ।