সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

শিরোনাম:
নরসিংদীতে ২টি সংসদীয় আসনে ৪ জন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল ঘোষণা বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলায় নরসিংদী জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম রিপন গ্রেফতার নরসিংদী প্রেসক্লাব নির্বাচনে মাখন দাস সভাপতি পলাশ সম্পাদক নির্বাচিত নরসিংদীর বেলাবতে স্কুল ফিডিং কর্মসূচিতে অভাবনীয় সাফল্য,শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ার পাশাপাশি কমছে ঝড়ে পড়ার হার নরসিংদীতে জেলা পর্যায়ে রেফারেল ডিরেক্টরী সভা অনুষ্ঠিত মাধবদীতে চালু হলো রয়েল কেক: মানসম্মত খাবার ও রকমারি মিষ্টান্নের নতুন ঠিকানা নরসিংদীর শিবপুরে পবিত্র আজিমুশ্বান ইসলামী জলসা অনুষ্ঠিত সুজন নরসিংদী জেলা কমিটি পুনর্গঠন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত মনোহরদীতে সাংবাদিক শাকিলের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ গণপিটুনীতে মাদক কারবারী নিহতের ঘটনাকে রাজনৈতিক রং লাগাতে একটি মহলের অপচেষ্টা:

ঘোলাপানিতে মাছ শিকারের সুযোগ দেবেনা সচিবালয় কর্মকর্তা-করমচারী পরিষদ

দুর্জয় টোয়েন্টিফোর ডটকম ডেস্ক- / ৭৮ পাঠক
প্রকাশকাল সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

বর্তমান প্রশাসনকে সহায়তা প্রদান ও দাবি-দাওয়া আদায়ে তারা নিয়মতান্ত্রিক পন্থা থেকে বিচ্যুত হবে না বলে হুশিয়ারি দিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ।এসময় তারা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর হঠকারী সিদ্ধান্ত ও বিশৃঙ্খলা সৃষ্টিতে কোনোরূপ সহায়তা করবে না এবং কাউকে অশান্ত পরিবেশ সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকারের সুযোগ দেবে না বলেও উল্লেখ করেন।

সোমবার (১২ মে) বিকালে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। এতে মহাসচিব নিজাম উদ্দিন আহমেদের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি মো. বাদিউল কবীর। সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়- এই পরিষদ যেহেতু সচিবালয়ের সব সংগঠনসমূহের প্রতিনিধিত্বকারী একটি ঐতিহ্যবাহী ও দায়িত্বশীল ভূমিকা পালনকারী সংগঠন। সেহেতু সরকারি সিদ্ধান্ত, শৃঙ্খলা ও পরিশীলিত আচরণের প্রতি সচেতন থেকে পরিষদের সদস্যবৃন্দ তাদের যাবতীয় কর্মকাণ্ড পরিচালনায় সর্বদা সচেষ্ট থাকবে।গণমাধ্যমে প্রকাশিত কোনো গুজবকে বা বিশৃঙ্খলা সৃষ্টিকারী কোনো কার্যক্রমে বা মব সৃষ্ট কাজে অংশগ্রহণ থেকে বিরত ও সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো হয়।

এ ছাড়া সচিবালয়ের বাহিরে অবস্থিত কোনো সংগঠন কর্তৃক আহত কোনো প্রকার কর্মসূচিতে অংশগ্রহণ না করার জন্য সচিবালয়ের সব স্তরের কর্মচারীদেরকে অনুরোধ জানানো হয়।এতে আরো বলা হয়, ‘বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরামের’ সঙ্গে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের কোনো সম্পৃক্ততা নেই, বিধায় উক্ত সংগঠনের কোনো কর্মসূচিতে অংশগ্রহণ না করা ও এ বিষয়ে সতর্ক থাকার জন্য সচিবালয়ে অভ্যন্তরে কর্মরত সব স্তরের কর্মচারীদের অনুরোধ জানানো যাচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন তৌহিদুর রহমান, সংগঠনের প্রধান উপদেষ্টা মো. তোয়াহা, বায়েজিদ হাসান, নুরুজ্জামাল, সাংগঠনিক সম্পাদক মো. বেলাল হোসেন, প্রচার সম্পাদক সুমন জিমানুর রহমান, রহমত উল্লাহ বাবু, আশরাফুল ইসলাম, মো. আবুল কালাম আজাদ, মো. বিপুল, আরিফুর রহমান, বাবুল আক্তার, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের মিজানুর রহমান, আরিফ হুসাইন, স্বাস্থ্য ও পরি, কল্যাণ মন্ত্রণালয়ের শাহীন গোলাম রব্বানী, সাব্বির আহম্মেদ, রুহুল আমিন মো. আরিফ, আব্দুল কাদের, সোহেল রানা, আহসান হাবিব সিয়াম, শাহাদাৎ হোসেন, শামীমসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারী সংগঠনের সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকরা।

সভা শেষে নেতৃবৃন্দ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেছুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং সিনিয়র সচির তাদের দাবি অনুযায়ী উপসচিবের ৬ (ছয়) পদ সংরক্ষণের মঞ্জুরী জ্ঞাপনের সুসংবাদ প্রদান করেন এবং নিয়মতান্ত্রিক সব দাবি সুবিবেচনার আশ্বাস দেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।