শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০৫:৩৯ পূর্বাহ্ন
আজ ৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে নরসিংদীর শিবপুর উপজেলায় এক বর্নাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১.০০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে এ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার (ভূমি) মু.আব্দুর রহিম এর নেতৃত্বে র্যালিটি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মু. আবদুর রহিম এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাস্টার, উপজেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার, উপজেলা জামায়াতের আমীর মুস্তাফিজুর রহমান কাওসার, শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা: মাহাবুব আলম ও শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন মো: আলমগীর প্রমুখ।
এ সময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিশ্ব তামাকমুক্ত দিবসটির মূল লক্ষ্য হলো বিশ্বব্যাপী তামাক সেবনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনগণকে সচেতন করা এবং তামাকবিরোধী নীতি ও কর্মসূচি বাস্তবায়নে উৎসাহিত করা।
আলোচনা সভায় বক্তারা তামাকমুক্ত সমাজ গঠনে সকলের সক্রিয় অংশগ্রহণের প্রয়োজনীয়তার প্রতি গুরুত্ব আরোপ করেন এবং তামাক নিয়ন্ত্রনে রাখতে সরকারি সকল দপ্তরের পাশাপাশি সুশীল সমাজকে এগিয়ে আসার আহবান জানান বক্তারা।