শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০১:৪০ অপরাহ্ন
পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নরসিংদী জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মাধবদী বিশ্ববিদ্যালয় কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ (০৩রা জুন) মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় এক বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির শুভ উদ্বোধন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামাল আহমেদ। তিনি নিজের হাতে একটি ফলজ গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী কলেজ পরিচালনা পর্ষদের বিদ্যুৎসাহী সদস্য আব্দুল বাতেন শাহীন এবং পরিচালনা পর্ষদের হিতৈষী সদস্য মো. নূরুল হক। তারাও কলেজের বিভিন্ন স্থানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামাল আহমেদ তাঁর বক্তব্যে বলেন, “বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের এই সংকটময় মুহূর্তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি আমাদের শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ প্রেমের জাগ্রত করবে এবং একটি সবুজ ও স্বাস্থ্যকর ক্যাম্পাস গঠনে সহায়ক হবে।”
মো. নূরুল হক তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, “গাছ আমাদের পরম বন্ধু। এটি অক্সিজেন দেয়, ছায়া দেয় এবং পরিবেশকে নির্মল রাখে। এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আমি আশাবাদী।”
কর্মসূচিতে মাধবদী কলেজ ছাত্রদলের নেতা জনাব আরিফুর রহমানের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীসহ কলেজের সাধারণ শিক্ষার্থীরাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তারা বিভিন্ন প্রকার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা কলেজ প্রাঙ্গণের বিভিন্ন স্থানে রোপণ করেন। এ সময় শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়।
বৃক্ষরোপণ শেষে আয়োজকরা জানান, শুধু চারা রোপণ করাই নয়, এগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণের ব্যাপারেও কলেজ কর্তৃপক্ষ সর্বদা সজাগ দৃষ্টি রাখবে। এই কর্মসূচির মাধ্যমে মাধবদী বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণ ভবিষ্যতে আরও সবুজ, আরও প্রাণবন্ত হয়ে উঠবে বলে সকলে আশাবাদ ব্যক্ত করেন।