শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০৫:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম:
পাইকারচরে বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প, চিকিৎসা পেলেন অসহায় রোগী মাধবদীর কবিরাজপুর গ্রামের জলাবদ্ধতা নিরসনের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন মাধবদীতে বৃষ্টি উপেক্ষা করে বিএনপির বিজয় মিছিল ও সমাবেশ প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুল অন্তর্ভুক্তির দাবিতে মাধবদীতে মানববন্ধন জাতীয়তাবাদী সাইবার দলের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হত্যা মামলায় নরসিংদী সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার রাতের আঁধারে মসজিদের সৌন্দর্য নষ্ট, ফুলের চারা কেটে ফেলল দুর্বৃত্তরা প্রাথমিক বৃত্তি পরীক্ষা: নতুন নিয়মে পুরনো শিক্ষার্থীরাই পাচ্ছে সুযোগ ছাত্র হত্যার পরিকল্পনা ফাঁস, মাধবদীর সাবেক পৌর মেয়র মানিক ও ছাত্রলীগ নেতা আটক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাকির হোসেন ভূইয়া ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ

মাধবদীতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু

মো. নুর আলম / ৯৮ পাঠক
প্রকাশকাল শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০৫:৩৩ পূর্বাহ্ন

নরসিংদীর মাধবদীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে মোঃ রাতুল (১৫) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে মহিষাশুড়া ইউনিয়নের আব্দুল্লাহ বাজারে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রাতুল ওই এলাকার হিরন মিয়ার ছেলে। হিরন মিয়া মাধবদীর সাবেক পৌর মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিকের ব্যক্তিগত গাড়ির চালক।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, রাতুল স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনার পাশাপাশি তার বাবার মালিকানাধীন অটোরিকশার গ্যারেজে সহযোগিতা করতো। ঘটনার দিন সকালে সে গ্যারেজের বৈদ্যুতিক লাইনের কাজ করতে গিয়েছিল। এসময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশার চার্জিং পয়েন্টে লাইনের কাজ করার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই দুর্ঘটনা ঘটেছে। তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।