শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

শিরোনাম:
নরসিংদীতে ২টি সংসদীয় আসনে ৪ জন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল ঘোষণা বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলায় নরসিংদী জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম রিপন গ্রেফতার নরসিংদী প্রেসক্লাব নির্বাচনে মাখন দাস সভাপতি পলাশ সম্পাদক নির্বাচিত নরসিংদীর বেলাবতে স্কুল ফিডিং কর্মসূচিতে অভাবনীয় সাফল্য,শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ার পাশাপাশি কমছে ঝড়ে পড়ার হার নরসিংদীতে জেলা পর্যায়ে রেফারেল ডিরেক্টরী সভা অনুষ্ঠিত মাধবদীতে চালু হলো রয়েল কেক: মানসম্মত খাবার ও রকমারি মিষ্টান্নের নতুন ঠিকানা নরসিংদীর শিবপুরে পবিত্র আজিমুশ্বান ইসলামী জলসা অনুষ্ঠিত সুজন নরসিংদী জেলা কমিটি পুনর্গঠন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত মনোহরদীতে সাংবাদিক শাকিলের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ গণপিটুনীতে মাদক কারবারী নিহতের ঘটনাকে রাজনৈতিক রং লাগাতে একটি মহলের অপচেষ্টা:

১৯ জুলাই সমাবেশ সফল করার লক্ষ্যে মাধবদীতে জামায়াতের মিছিল

মোঃ নুর আলম / ১৩৭ পাঠক
প্রকাশকাল শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশ সফল করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী মাধবদী শহর শাখা এক বিশাল প্রচার মিছিল বের করে। আজ শুক্রবার, ১৮ই জুলাই বাদ জুম্মা মাধবদী বাজার বড় মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলটিতে জামায়াতের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। তাদের হাতে ৭ দফা দাবি সম্বলিত ব্যানার ও ফেস্টুন দেখা যায়। মিছিল থেকে তারা ঢাকার জাতীয় সমাবেশ সফল করার জন্য শ্লোগান দিতে থাকেন।

আগামী ১৯শে জুলাই ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে এই জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশকে সফল করতে দেশব্যাপী প্রচার কার্যক্রম চালাচ্ছে জামায়াতে ইসলামী। তারই অংশ হিসেবে মাধবদীতে এই মিছিল অনুষ্ঠিত হয়। এর আগে গত বৃহস্পতিবার বিকেলে আলগী মনোহরপুর ৭নং ওয়ার্ডে একটি মতবিনিময় সভার আয়োজন করে জামায়াতে ইসলামী মাধবদী শহর শাখা।

জামায়াতের ৭ দফা দাবির মধ্যে রয়েছে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের বিচার, আনুপাতিক হারে নির্বাচন এবং প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা।

মাধবদীর কর্মসূচিতে বক্তারা ১৯শে জুলাইয়ের জাতীয় সমাবেশ সফল করতে সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সারাদেশে লিফলেট, পোস্টার, ব্যানার ও ফেস্টুনের মাধ্যমে ব্যাপক প্রচার চালানো হচ্ছে। ঢাকা এবং এর পার্শ্ববর্তী জেলাগুলো থেকে সমাবেশে লোক সমাগমের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সমাবেশস্থলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে জামায়াতের পক্ষ থেকে ৬ হাজার স্বেচ্ছাসেবক কাজ করবে বলে জানানো হয়েছে।