বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৯:০৮ পূর্বাহ্ন

শিরোনাম:
মাধবদীর কবিরাজপুর গ্রামের জলাবদ্ধতা নিরসনের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন মাধবদীতে বৃষ্টি উপেক্ষা করে বিএনপির বিজয় মিছিল ও সমাবেশ প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুল অন্তর্ভুক্তির দাবিতে মাধবদীতে মানববন্ধন জাতীয়তাবাদী সাইবার দলের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হত্যা মামলায় নরসিংদী সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার রাতের আঁধারে মসজিদের সৌন্দর্য নষ্ট, ফুলের চারা কেটে ফেলল দুর্বৃত্তরা প্রাথমিক বৃত্তি পরীক্ষা: নতুন নিয়মে পুরনো শিক্ষার্থীরাই পাচ্ছে সুযোগ ছাত্র হত্যার পরিকল্পনা ফাঁস, মাধবদীর সাবেক পৌর মেয়র মানিক ও ছাত্রলীগ নেতা আটক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাকির হোসেন ভূইয়া ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ রুদ্ধশ্বাস টাইব্রেকারে আমজাদ হোসেন ফাউন্ডেশন চ্যাম্পিয়ন

১৯ জুলাই সমাবেশ সফল করার লক্ষ্যে মাধবদীতে জামায়াতের মিছিল

মোঃ নুর আলম / ৭৪ পাঠক
প্রকাশকাল বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৯:০৮ পূর্বাহ্ন

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশ সফল করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী মাধবদী শহর শাখা এক বিশাল প্রচার মিছিল বের করে। আজ শুক্রবার, ১৮ই জুলাই বাদ জুম্মা মাধবদী বাজার বড় মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলটিতে জামায়াতের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। তাদের হাতে ৭ দফা দাবি সম্বলিত ব্যানার ও ফেস্টুন দেখা যায়। মিছিল থেকে তারা ঢাকার জাতীয় সমাবেশ সফল করার জন্য শ্লোগান দিতে থাকেন।

আগামী ১৯শে জুলাই ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে এই জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশকে সফল করতে দেশব্যাপী প্রচার কার্যক্রম চালাচ্ছে জামায়াতে ইসলামী। তারই অংশ হিসেবে মাধবদীতে এই মিছিল অনুষ্ঠিত হয়। এর আগে গত বৃহস্পতিবার বিকেলে আলগী মনোহরপুর ৭নং ওয়ার্ডে একটি মতবিনিময় সভার আয়োজন করে জামায়াতে ইসলামী মাধবদী শহর শাখা।

জামায়াতের ৭ দফা দাবির মধ্যে রয়েছে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের বিচার, আনুপাতিক হারে নির্বাচন এবং প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা।

মাধবদীর কর্মসূচিতে বক্তারা ১৯শে জুলাইয়ের জাতীয় সমাবেশ সফল করতে সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সারাদেশে লিফলেট, পোস্টার, ব্যানার ও ফেস্টুনের মাধ্যমে ব্যাপক প্রচার চালানো হচ্ছে। ঢাকা এবং এর পার্শ্ববর্তী জেলাগুলো থেকে সমাবেশে লোক সমাগমের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সমাবেশস্থলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে জামায়াতের পক্ষ থেকে ৬ হাজার স্বেচ্ছাসেবক কাজ করবে বলে জানানো হয়েছে।